বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'কুরাক' চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক জুমাকমেটোভার-এর হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে এ জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন।
আজকে যদি একটা সরকার থাকতো, না হয় প্রভুদের খুশী করার জন্য দশটা বিডিআর ঘটাতো, শাপলা ঘটাতো, আয়নাঘর বানাতো, জুলাইয়ের মতো গণহত্যা করতো, কিন্তু তবুওতো একটু তৃপ্তি নিয়ে বলতে পারতাম, যাক বাবা আমাদের লিবারালিজমটাতো বেঁচে থাকলো, বিএনপি বা অন্য কাউকে তো ক্ষমতায় দেখতে হলো না।